শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

দেবিদ্বারে অটোরিকশায় বাসের চাপায় ভাইবোন নিহত, আহত ৩

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় সুগন্ধা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

গতকাল (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানা বাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়।

পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে চলাচল করা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত