মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় কারখানা মালিককে লাখ টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ অক্টোবর) উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স জননী পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অভিযান চলায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য অনুমতি না পাওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার মুসলেকা দেন প্রতিষ্ঠানের মালিক শ্রী রনজিৎ কুমার।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।