বুধবার, ০৭ মে ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

হত্যাচেষ্টা মামলা: আসামি মমতাজ-তারানা-শমীসহ ১৭ জন

নিউজ ডেস্ক:

বিএনপির কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সারসহ ১৭ জনের বিরুদ্ধ মামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে সৈয়দ হাসান মাহমুদ বাদী হয়ে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক অতিরিক্ত আইজিপি হারুন অর রশীদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা করেন সৈয়দ হাসান মাহমুদ। আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন। অন্যদিকে মামলা করতে যাওযায় ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকিসহ বাড়িঘরে হামলা চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০১৯ সালে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী ছিলেন সৈয়দ হাসান মাহমুদ। তিনি বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা শুরু করলে এজাহারভুক্ত আসামিদের মদদে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিয়ে প্রচারণা বন্ধ করে দেয়। পরে ২০২২ সালের ২৫ জুন সন্ধ্যায় রামপুরা ব্রিজ থেকে বাদীকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালায়।

পরবর্তী সময়ে ২৯ জুন হাতিরঝিলে তাকে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত