শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

ব্রাহ্মণপাড়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহারিত পালসার এনএস-৬০ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ’র নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এস আই) আবুল হাচানাত।
থানা পুলিশ জানায়, উপজেলার সাহেবাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুইজন ব্যক্তি মোটরসাইকেল ও তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

এসময় পুলিশ বস্তা দুটির ভেতর থেকে খাকি কষ্টেপে মোড়ানো ১৫টি বান্ডিলে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে এবং এসব গাঁজা পাচারে ব্যবহারিত পালসার এসএস-৬০ মডেলের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, উদ্ধার হওয়া এসব গাঁজা ও মোটরসাইকেলটি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের আটকিল্লাপাড়া এলাকার বাসিন্দা রহমত আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সবুজ মিয়া (৩৩) এর।

এ ব্যপারে মাদক ব্যবসায়ী সবুজ মিয়াসহ অপর অজ্ঞাত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া এসব আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত