নিউজ ডেস্ক রিপোর্ট:
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় সমাবেশের তারিখ পিছিয়েছে বিএনপি। বৈরী আবহাওয়া কারণে দুদিন পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে দলটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল দলটির পক্ষ থেকে। রোববারের কর্মসূচির দিন পরিবর্তন করে মঙ্গলবার করা হয়েছে। এছাড়া রোববার বিভাগীয় শহরে যে শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে সেটা যথাসময়ে অনুষ্ঠিত হবে।