শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী, ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লার এক ব্যবসায়ীর প্রেমের টানে চেক প্রজাতন্ত্র থেকে ছুটে এসেছেন ইউক্রেনীয় নারী সালো নাদিয়া। ৫০ বছর বয়সী এই নারী গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার ব্যবসায়ী মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। ৬৩ বছর বয়সী মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা এবং তিনি আগে কখনো বিয়ে করেননি।

শনিবার (১ মার্চ) মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় সালো নাদিয়ার সঙ্গে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং মোতাসিন প্রথম প্রেমের প্রস্তাব দেন, যা নাদিয়া গ্রহণ করেন। এরপর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন, যার ধারাবাহিকতায় নাদিয়া বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নাদিয়া পেশায় একজন সাইকোলজিস্ট এবং গত ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন। তিনি মূলত ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলেন, তবে ইংরেজিও জানেন। মোতাসিনের সঙ্গে তার ইংরেজিতেই কথা হয়, তবে তিনি বাংলা শেখার চেষ্টা করছেন।

মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক পছন্দ করেন, বিশেষ করে কুমিল্লার রসমলাই তার প্রিয়। তবে বাংলাদেশের জলবায়ু ও অতিরিক্ত জনসংখ্যা নিয়ে কিছুটা আপত্তি আছে তার। তিনি ঝালযুক্ত খাবার পছন্দ করেন না।

নাদিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন এবং সেখানে মোতাসিনের ভিসার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে তারা একে অপরের দেশে যাওয়া-আসার মধ্যে থাকবেন বলে জানান।

ইউক্রেনীয় নারীর সঙ্গে কুমিল্লার ব্যবসায়ীর এই বিয়ের খবর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত