নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহরের তিনটি হত্যা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে ও পৌর যুবলীগের সদস্য।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন রাত ১১টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা সংক্রান্ত দায়েরকৃত ৩টি হত্যা মামলার অন্যতম আসামি ও সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান সন্ত্রাসী আবু মুছা ওরফে কিলার মুছাকে র্যাব-১২ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং সাবেক এমপি হেনরীর প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে পৌর শহরে অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।
আসামিকে সিরাজগঞ্জ সদর থানার মাধ্যমে রোববার আদালতে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।