শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না: উপদেষ্টা

নিউজ ডেস্ক:

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সড়ক বন্ধ করে আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট স্থানে আন্দোলন করাই ভালো। তার প্রশ্ন, কেন সবকিছুর জন্য আন্দোলন করতে হবে?

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। আমরা ছাত্রদের অনুরোধ করছি যেন তারা রাস্তায় না নামে। তাদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।

এদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওড়ের বাঁধ ভেঙে ফসলের ক্ষতি যেন না হয়, সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে। তবে, হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়নের নীতিমালা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে, তাই দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত