শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না: ডা. জাহিদ

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে মেয়র সূচি বাপ-বেটির ভোট লাগেনি। কুমিল্লার মানুষ বাপ-বেটির কাছে জিম্মি ছিল। আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে। বিএনপি ছিল আছে থাকবে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার পাচোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণ ক্ষমতা উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে পুনর্বাসন দরকার। ইতোমধ্যে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য কাজ করছে। আজকে আমরা বীজ, পোনা, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেছি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়া কখনো আত্মসমর্পণ করেনি, খালেদা জিয়া কখনো আপস করেনি। আমাদের নেত্রী কখনো পালিয়ে যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এ্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ বক্তা এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, এ্যাব সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীন, এ্যাব কুমিল্লার চ্যাপ্টার সভাপতি কৃষিবিদ প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে এ্যাব কুমিল্লা চ্যাপ্টার এ্যাব সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত