শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার। কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ কাজী গোলাম কিবরিয়া, মোঃ আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, মাহির তাজওয়ার ওহি ও খালেদ সাইফুল্লাহ।

খেলাধুলার মান উন্নয়নে ফুলবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনে আরও বেশি উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পেইন ও কম্পিটিশনের মধ্য দিয়ে কুমিল্লা স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তুলতে কাজ করবে জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও স্টেডিয়ামের আয় ব্যয়ে স্বচ্ছতা, শৃংখলা আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

ইতিপূর্বে বিভিন্ন বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করে জেলা ক্রীড়া সংস্থা। সভায় সবার সম্মতিক্রমে মানবিক দিক বিবেচনায় স্টেডিয়ামে কর্মরত স্টাফ কর্মীদের ২৫শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সদস্যরা।

সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার বলেন, খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত