বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কান্দিরপাড় এলাকায় একটি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের মিডিয়া সমন্বয়ক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। আমরা ৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে।

তিনি বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে প্রতিহিংসার রাজনীতি করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাবে।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ঘটনা। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ বল প্রয়োগ করে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যাসহ আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের জমিনে করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক চায়। তবে সে সম্পর্ক হতে হবে পরস্পরের স্বার্থে। সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। তবে কলম যেন সব সময় ন্যায় ও মজলুমের পক্ষে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ কুমিল্লা মিডিয়া ফোরামের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত