বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক:
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজোর তৃতীয় দিন শুক্রবার (১১ অক্টোবর) মহাঅষ্টমী।
সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনায় কুমিল্লা ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী বাড়িসহ জেলার প্রতিটি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় মহাঅষ্টমী পূজা।তদুপলক্ষে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়িতে পুষ্পাঞ্জলি শেষে বলিদান করেন ভক্তরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার জানান, দুর্গোৎসব সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ বছর শান্তিপূর্ণ পরিবেশে মায়ের পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সাদুবাদ জানাই।
অপরদিকে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার বলেন, এ বছর কুমিল্লা মহানগরীতে ৬৬টি ও আদর্শ সদর উপজেলায় ২৬টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী বলেন, ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্গ এবং উলুধ্বনিতে মুখরিত প্রতিটি মণ্ডপ। শিল্পীদের রংতুলির ছোঁয়া, বিভিন্ন কারুকাজ ও নানা আলোকসজ্জায় উৎসবের সাজে সেজেছে প্রতিটি মন্ডপ।ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। ভক্তদের পূজা- অর্চনা, দেবী-দর্শন, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা।
শারদীয় দুর্গোৎসব ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।