শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
অক্টোবর (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ১৮ কেজি গাঁজা, ৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজি বাইক (অটো) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান (২২) কুমিল্লার সাতরা গ্রামের মোঃ আলমগীরের ছেলে এবং মোঃ পারভেজ (২৪) একই গ্রামের মোঃ শাহীনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজি বাইক (অটো) ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।