শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

সিটি ফাউন্ডেশন বুড়িচংয়ে বন্যার্তদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

নিউজ ডেস্ক:

কুমিল্লায় বুড়িচংয়ের নানুয়াপাড়ায় কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির স্বেচ্ছাসেবকের একটি টিম বুড়িচংয়ের নানুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তারিকুল ইসলাম, মো. গুলজার হোসেন, অর্থ সম্পাদক আবুল বাসার বাকী, সমাজ কল্যাণ সম্পাদক মো.মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন, ফারুক হোসেন,আরিফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জামাল খন্দকার বলেন, মানুষের সেবায় সবসময় কুমিল্লা সিটি ফাউন্ডেশন কাজ করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার প্রায় জায়গায় আমাদের সংগঠনের কয়েকটি টিম উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা করে আসছেন যা এখনো চলমান রয়েছে। অসহায় মানুষের জন্য যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু কুৃমিল্লা নয়, জেলা ও উপজেলার বাহিরেও এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, সকাল ১০ টা থেকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ওষুধ বিতরণ করা হবে। এসময় ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব কুমিল্লা সেক্রেটারি ডা.মোহাম্মদ আরিফ হায়দার,কুমিল্লা মেডিকেল কলেজের ডা.তাহমীদ মুস্তাফিজ,কুমিল্লা মেডিকেল কলেজের ডা.কাওসার আলামীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত