শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সমতটের কাগজ-এর ৮ম বর্ষপূর্তির বর্ণিল আয়োজন
গত ৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমতটের কাগজ-এর ৮ম বর্ষপূর্তির বর্ণিল আয়োজন।
সাংবাদিক নেকবর হোসেনকে (সাংবাদিকতায় অবদানে) গুণিজন সম্মাননা-২০২৪ প্রদান করেন।
প্রধান অতিথি বাংলা একাডেমির উপ-পরিচালক, পরিষদ, গবেষক ড. সাহেদ মন্তাজ। এ সময় ছিলেন প্রধান আলোচক সিসিএন বিশ্ববিদ্যালয়ের ডীন-বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী স্যার, বিশেষ অতিথি দেশবরেণ্য গীতিকার-কবি-মিডিয়া ব্যক্তিত্ব শাওন পান্থ।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, অধ্যাপক, সৃজনশীল মানুষ রাহুল তারণ পিন্টু ও সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালসহ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেকবর হোসেন বলেন এমন সম্মাননা প্রাপ্তিতে সত্যিই সমতটের কাগজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।