রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না: সারজিস আলম

মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না। দিন শেষে রাজনীতির বাইরে কেউ নেই। হয় মেধা, দক্ষতা অর্জন করে রাজনীতি করতে হবে, নয়তো রাজনীতি সচেতন হতে হবে। ছাত্রজনতার ওপর মানুষের যে আস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলের ওপর সে আস্থা নেই।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন সারজিস আলম। এসময় মতবিনিময় সভা ঘিরে হাজার হাজার ছাত্র-জনতার ঢল নামে কলেজ মাঠে।

সারজিস আলম বলেন, এই যে এত এত মানুষ ছাত্র-জনতার ওপর আস্থা রেখেছে, আপনাদের এখন সময় হয়েছে তাদের আস্থার প্রতিদান দেওয়া। ছাত্র-জনতা প্রমাণ করেছে, তারা যদি মাঠে নামে শুধু শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট পতন ঘটনা সম্ভব।

ক্ষমতাসীন দলের তত্ত্বাবধানে নির্বাচনের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধানে এমন কিছু ধারা রয়েছে, তা বাংলাদেশের কাঠামোর সঙ্গে যায় না। হাসিনার সময় তিনটি নির্বাচন হয়েছে। আপনারা বলেন, সেগুলো ঠিক হয়েছিল কিনা?

এরআগে সকাল ৯টার দিকে স্থানীয় ছাত্র সমন্বয়ক ও পরে নিহত-আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করে সমন্বয়ক দল। এসময় স্বজনরা আন্দোলনে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার দাবি তোলেন। সারজিস আলম নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আহতদের চিকিৎসা বিষয়ে সহযোগিতার কথা জানান।

এদিকে দুপুর ১টার দিকে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ নেন সমন্বয়করা। এতে জেলার বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

১৪ সদস্যের টিমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম নিরব, মম, সালেয়হীন আবেদিন অয়ন, মোবাশ্বের, জেদনি, রোহান, ইফতি, তালহা, আনোয়ার হোসাইন ও হৃদয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত