বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, মো: সৌরভ হোসেন:
মানবিক ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কুমিল্লা অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে,বিগত বন্যায় শুকনো খাবার বিতরণ, ফুড প্যাকেজ,আশ্রয় প্রকল্পে বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় প্রদান এবং নিরাপত্তা, খাদ্য ও সেনেটেশন নিরাপত্তা শিশু মহিলাদের স্বাস্থ্য নিরাপত্তা সহ সকল ধরনের মানবিক কাজ পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী পূর্ণবাসন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২১ ই নভেম্বর লালমাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইহসান মুরাদের সভাপতিত্বে প্রকল্প কার্যক্রম পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়, ফিল্ড কো-অর্ডিনেটর মচরন এিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: হুমায়ূন কবীর,কারিতাস বাংলাদেশ সম্পর্কে আলোচনা করেন মি.এমরোজ গোমেজ,প্রজেক্ট কার্যক্রম সম্পর্কে আলোচনা করে প্রজেক্ট কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর।
অর্গানাইজার পিল্টন সহ উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ
কারিতা বাংলাদেশের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ, কার্যক্রম উদ্ভোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, অনুষ্ঠান সমাপনী বক্তব্য উপজেলা নির্বাহী বলেন,কারিতাস বাংলাদেশ তাদের মানবিক কাজ করে যাবে সফলতার সাথে এবং সুসম বন্টনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্হান করে নিবে এই প্রত্যাশা করি, আমার পক্ষ থেকে কারিতাস বাংলাদেশকে সকল ধরনে সহযোগিতা অব্যাহত থাকবে,এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মারজান আক্তার সহ লালমাই উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ