শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
লাকসাম প্রতিনিধি:
কমিল্লার লাকসাম পৌরসভার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রেফায়েত হোসেন রায়হানের তত্বাবধানে পৌরসভার ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার ১ নভেম্বর রাতে কাদ্রা গ্রামে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মশু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূর নবী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক এম আর মিল্টন, লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক রাজু, লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোশাররফ হোসেন মশু বলেন,দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে মানুষের জন্য কাজ করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে, কোন চাঁদা বাজকে প্রশ্রয় দেয়া হবেনা, কেউ চাঁদাবাজি করলে চাড় দেয়া হবে না, আওয়ামী লীগ চাঁদবাজরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে,জননেতা আবুল কালাম ভাইয়ের ঘোষণা কোন চাঁদাবাজি চলবেনা।
তিনি আরো বলেন বিগত ৩০ টি বছর প্রিয় নেতা আবুল কালাম দলকে আগলে রেখেছেন দলের জন্য শ্রম ও অর্থ ব্যায় করে নির্যাতিত নেতা কর্মীদের পাশে ছিলেন, আমরা উনাকে কিছু দিতে পারি নাই, আগামি নির্বাচনে উনাকে বিপুল ভোটে বিজয়ী করে লাকসাম মনোহরগন্জের এই আসন তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ, এই সময় কাদ্রা গ্রামের সর্দার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
সভাপতির বক্তব্যে রেফায়েত হোসেন রায়হান বলেন,বিগত দিনে আমরা নির্যাতিত হয়েছি কিন্তু আমরা কাউকে নির্যাতন করি নাই,দল ও দেশের জন্য কাজ করে আগামি দিনে প্রিয় নেতা আবুল কালাম ভাইকে এমপি নির্বাচিত করে দেশ ও জনগণের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ