বুধবার, ১৮ Jun ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা মহল্লার বাসিন্দা বলে জানা যায়। তিনি ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়ানো ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।