শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ হউন সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ই ডিসেম্বর, সন্ধ্যা ৬.৩০ মিনিটে যুব ইউনিয়ন অফিসে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়ক ও ৮০ দশকের ছাত্র ও যুব সংগঠক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন বিপ্লব মজুমদার। বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক ও সাবেক ছাত্র ও যুব নেতা শেখ আবদুল মান্নান, বাসদ কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

সাবেক সিপিবি নেতা জসীম উদ্দিন আহমেদ, এড. মাহবুব রহমান কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক বশির আহমেদ, ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লা সহ সভাপতি বদরুল আলম মিলন, উদীচী কুমিল্লা জেলা কমিটি সভাপতি শেখ ফরিদ আহমেদ, সিপিবি নেতা সহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কুমিল্লা জেলা সভাপতি রতন ভৌমিক প্রণয়।

যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সভাপতি বিপ্লব মজুমদার, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের এর সম্পাদক, আজাদ সরকার লিটন, অধ্যাপক রুহুল আমীন বকুল, সাংবাদিক হুমায়ুন কবির জীবন, সাংবাদিক বাহার রায়হান, রত্না সাহা, কানন দে, গৌরি দে,মোজাম্মেল হক, সাংস্কৃতি সংসদ এর সহসভাপতি মোখলেছুর রহমান, অধ্যাপক মেহেদী হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটি সাধারণ সম্পাদক জুনায়েদ রায়হান প্রমূখ।

বক্তারা বলেন যে বুদ্ধিজীবীদের যারা নৃশংস ভাবে হত্যা করেছে তারা মানবতার শত্রু,জাতির শত্রু। তারা আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করছে, জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছে এবং তারা ব্যার্থ হয়েছে। আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় নব প্রজন্মকে সকল শহীদদের যে স্বপ্ন তা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সবার শেষ পর্বে নবাব ফয়জুন্নেছার প্রতিকৃতিতে কালিমা মুছনে বাসদ নেতা আবদুর রাজ্জাক এর সাহসী উদ্যোগকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

পরবর্তীতে জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ কে বদলীজনিত কারনে কুমিল্লা বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত