বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি, সাইদুর রহমান:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় মহানগরির ২৭টি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া সরকারি বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

২৩ নং ওয়ার্ড কোটবাড়ি বিশ্বরোডের, বাতাবাড়িয়া গ্রামে নিয়ে গঠিত যেখানে জুলাই আন্দোলনের বহু ছাত্র-জনতা আশ্রয় গ্রহণ করে। ছাত্র-জনতা থেকে আশ্রয় দেয়ার কারণে গ্রামবাসী ও নির্যাতিত হয়। বাদ যোহর ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি থেকে একটি মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং তারপর শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ ও কবর জেয়ারত করেন মহানগর কমিটির নেত্রীবৃন্দ।

বাদ আসর কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। বাদ এশা শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করে এতিমও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়।

কর্মসূচিগুলো বাস্তবায়ন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে স্বৈরাচার প্রতিরোধী আন্দোলনে যোগদান করেন। কারণ মানুষ মনে করে তরুণ নেতৃবৃন্দ দেশের পরিবর্তন আনতে সক্ষম।

তাই আমরা গতানুগতিক কর্মসূচির পরিবর্তে জনগণকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন বাংলাদেশের পরিবর্তনে প্রতিটি ভালো কাজের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে, জনমনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আমাদের কর্মকাণ্ডগুলো।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত