শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

বিএনপি’র পরিণতি আওয়ামী লীগের মতো না হয় সজাগ থাকতে হবে: কৃষিবিদ তুহিন

নিউজ ডেস্ক:

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বিএনপি’র যেন এই পরিণতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এমন কাজ কোন দিনও করবে না, যেই কাজের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, ধানের চারা ও সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন আরো বলেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে বিএনপি’র হাতেই গণতন্ত্র নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। তাই আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকেই বেছে নিবে জনগন।

কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মো. মামুনুর রশীদ খান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেন বিপ্লব, সহ- সাংগঠনিক কে এম মামুনুর রশীদ, প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর হোসেন শাহিন, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বুড়িচং কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত