শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
ফেনীর মহিপালে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলায় বাহার উল্লাহ বাহার ওরফে বন্দুক বাহারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে ফেনী সদর উপজেলার ফরহাদ নগরের নৈরাজপুর থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বাহার নৈরাজপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে। তিনি ফেনীতে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় ১৫নং এজাহারভুক্ত আসামি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা ফরহাদ নগর ইউনিয়নে অভিযান চালান। এসময় নৈরাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে বাহারকে গ্রেফতার করা হয়।