বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
যারা নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সাথে তাদের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান নিয়ে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া বলেন, অনুষ্ঠান নিয়ে সব সময় কিছুটা আতঙ্ক এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। এবারের অনুষ্ঠানও এর ব্যতিক্রম নয়। আমরা যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি, সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছি।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, আমি তাদের নিশ্চিত করেছি যে তারা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান করতে পারবেন। তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পার্বত্য অঞ্চলে অনুষ্ঠানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য জেলার বিষয়ে আলোচনা হয়নি। সেখানে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই, এবং সেখানেও ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যারা নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকাল গাজীপুরে দুর্গাপূজা দেখতে গিয়েছি, এবং সেখানে সুন্দর পরিবেশ দেখেছি। সবাই আশা করছে পূজাটি ভালোভাবে সম্পন্ন হবে।
আজকেও একটি পূজা উদ্বোধনের জন্য যাবো। কোথাও কোনো খারাপ পরিস্থিতি হলে, সেটি প্রতিরোধে আমরা দ্রুত ব্যবস্থা নেব।