শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

নাঙ্গলকোটে ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে বালুবাহি ট্রাকচাপায় আলমগীর হোসেন (৩১) নামে প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে লাকসাম- চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের বাঙ্গড্ডা মধ্য বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাহরাইন প্রবাসী। তিনি আনিসা আক্তার নামে ৫ বছর বয়সি এক কন্যা সন্তানের জনক। আলমগীর ১মাস পূর্বে বাহারাইন থেকে ছুটিতে দেশে আসেন। স্থানীয়রা ট্রাক ও চালক হেলাল (৪০)কে আটক করেছে। আটককৃত চালক চৌদ্দগ্রাম উপজেলার চানকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে মোটরসাইকেল চালিয়ে লাকসাম- চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা বাজারে আসেন আলমগীর।
এ সময় বাঙ্গড্ডা মধ্য বাজারে লাকসাম থেকে চৌদ্দগ্রাম অভিমুখী দ্রুতগতির বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিস্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে এবং ঘাতক চালক ও ট্রাক আটক করে।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ যাওয়ার পূর্বেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত