মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্যেেক গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. খালিদ সাইফুল্লাহ। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলো, দেবিদ্বার পুরাতন বাজার এলাকার মো. তাজুল ইসলামের ছেলে মো. বিল্লাল হোসেন ও পৌরসভার বালিবাড়ি গ্রামের মৃত মো.আলিম মিয়ার ছেলে মো.রুবেল (ড্রাইভার)। তাদের বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বারেরা শামসুল উলুম হাফিজিয়া এতিমখানা ও মসজিদের সামনে রাম দা, কুড়াল, লোহার রড ও দেশীয় বানানো শিক নিয়া মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে মসজিদের খাদেম সাব্বিরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। পরে খাদেমের সাথে থাকা রফিকুল ইসলাম ও মো. রকি নামে দুইজনকে অপহরণ করে নিয়ে যায়।

পরে ডাকাত দল রাত ২টা ১৫ মিনিটে অপহৃত রফিকুল ইসলামের স্বজনদের কাছে মোবাইল ফোনে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে রফিকুল ইসলামের মা মোবাইলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা মুক্তিপণ পাঠায়। এরপরও ডাকাত দল তাদের না ছেড়ে আরও টাকা দাবি করে। এ ঘটনায় সাব্বির দেবিদ্বার থানায় অভিযোগ করলে ওসি খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির ভিত্তিতে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে ডাকাত দলের সদস্য বিল্লাল হোসেনকে আটক করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী রুবেল ড্রাইভারকে একই এলাকা থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা অপহৃত রফিকুল ইসলাম ও রকিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের খাদেম সাব্বির বাদি হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ সাইফুল্লাহ বলেন, অপহরণ ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার কওে আদালওে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় আসামী রুবেল ড্রাইভার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত