শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

চৌদ্দগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনের মৃত্যু

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডোবার পানিতে ডুবে বড় বোন হামিদা আক্তারের (৭) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকেলে পৌর সদরের পাঁচরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদা পাঁচরা গ্রামের মাওলানা জামাল উদ্দিনের মেয়ে।

তথ্যটি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই শরিফ উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশের ডোবা সংলগ্ন এলাকায় খেলাধুলা মগ্ন ছিল।

এসময় ছোট ভাই শাদ পানিতে পড়ে যায়। পানি থেকে ফাহিমকে উপরে উঠানোর সময় বোন হামিদা ডোবাতে পড়ে যায়। পরে ভাই ফাহিম দৌড়িয়ে ঘরে গিয়ে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, শিশু হামিদাকে হাসপাতালে আনার পূর্বেই হামিদা মারা যায়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত