শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন

নিউজ ডেস্ক:

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ এবং সমিতির কর্মকর্তাদের চাকরী অবসানের আদেশ ও মামলা প্রত্যাহারের দাবীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন করছে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় সমিতির আওতাধীন সাতটি উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। দাউদকান্দির গৌরীপুরে সমিতির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষুব্দ এলাকাবাসী জড়ো হয়ে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করার দাবী জানান।

এলাকাবাসী জানান, বিদ্যুত বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দাবী বা আন্দোলন যাই করুক, সেটা আমাদের গ্রাহকদের ভোগান্তিতে ফেলে কেন? পূর্বঘোষণা ছাড়া বিদ্যুত বন্ধ করায় আমরা এখানে জড়ো হয়েছি।

আন্দেলনকারী কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর লাইন টেকনিশিয়ান মোঃ কামরুর হাসান বলেন, আমাদের দাবী দাওয়া নিয়ে আরইবিতে চারবার আলোচনা হয়েছে, আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। বিনা নোটিশে সারাদেশ আমাদের ২০/২৫জনকে চাকুরীচ্যুত করেছে আরইবি। তারা নিন্মমানের মিটার সরবরাহের কারনে গ্রাহকদের কাধেঁ ভুতুরে বিল।

তার জন্য আমাদের পল্লী বিদ্যুতের কর্মচারীদের মাঠ পর্যায়ে হযরানী হতে হয়। একই প্রতিষ্টানে দ্বৈতনীতি কারনে কেউ চুক্তিভিত্তিক কেউ স্থায়ীভাবে কাজ করছে। কাজের কোন নির্দিষ্ট সময় নেই। নেই কোন কর্মঘন্টা, ঝুকি ভাতা, টিফিন ভাতা। আমরা আরইবির এই বৈষম্যনীতির প্রতিবাদ জানাই। সারাদেশে আরইবির দেড় হাজার কর্মকর্তা কর্মচারী আর পল্লীবিদ্যুতে ৪৫হাজার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আর কোন বৈষম্যনীতি চাই না।

এদিকে খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, সেনাবাহিনীর একটি দল এবং দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে আসেন। পরে পল্লী বিদ্যুত সমিতি-৩ এর জেনারেল ম্যানেজারের কার্যালয়ে বসে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত