শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মুনতাহা ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা পশ্চিম পাড়া হাজিবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো— পরকরা গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭) এবং মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৮)। তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো বোন।

স্থানীয়রা জানান, দুই শিশু একসঙ্গে মাটিতে খেলছিল। তাদের শরীর ও পায়ে মাটি থাকায় পরিষ্কার করতে পুকুরে নামে। এরপর তারা আর ফিরে আসেনি। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে তল্লাশি চালানো হয়, যেখানে প্রথমে নাবিলার লাশ এবং পরে মুনতাহার লাশ উদ্ধার করা হয়।

নাবিলার বাবা মিজান উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার মেয়েকে নাস্তা খাওয়ালাম। পরে জানতে পারি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে তল্লাশি করে প্রথমে নাবিলার লাশ উদ্ধার করা হয়। পরে একই পুকুর থেকে মুনতাহার লাশও উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক কালবেলাকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এলাকার কেউ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত