বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে ‘মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা নগরীর সিটি কলেজ মিলনায়তনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা বন্ধুদের তালে পড়ে সিগারেট খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ-পরিবারে এ মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সকলকে এ মাদক থেকে দূরে থাকতে হবে। আর ইয়াবা খাওয়া কিন্তু ঢাকা মেডিকেল থেকে শুরু হইছে। তারা রাত জেগে পড়া শুনার জন্য ইয়াবা খাইতো। খারাপ জিনিস যতই ভালোর জন্য খাও এটা খারাপেই থাকবে।

তিনি আরও বলেন, ইদানিং মেয়েরাও সিগারেট খাওয়ার প্রবনতা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশুনা করেছি তাই টিএসসিতে প্রায় যাওয়া হতো। এখন সেই টিএসসিতে গেলে লজ্জা লাগে! সেই টিএসসিতে মেয়েরাও সিগারেট খায়। তারা সিগারেট খেয়ে নিজেকে স্মার্ট ভাবতেছে। সিগারেট খাওয়াতে কোন স্মার্টনেস নেই।  আমি একজন মেয়ে হয়ে সিগারেট খাওয়াকে লজ্জাজনক মনে করি। ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীরা মাদক থেকে দূরে সরে পড়াশোনায় মননশীল হতে হবে। সে পড়াশুনাটা টার্গেট নিয়ে পড়তে হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তোমরা উদ্যোক্তা হতে পার, ব্যবসা করতে পার।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান। সিটি কলেজ পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আবুল কাশেম প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে “মাদক কে না বলুন”লাল কার্ড প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত