শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আশংকা জনক অবস্থায় অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুস্করনী গ্রামের সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সাগর (২২)। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওসি বলেন, শুক্রবার বিকেলে দেলোয়ার হোসেন সহ তিন বন্ধু মোটর সাইকেল যোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে ছিলো।

এসময় মহাসড়কের লালবাগ এলাকায় পৌঁছালে আরোহীরা চলন্ত একটি গাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে তিন আরোহী চিটকে মহাসড়কের উপরে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উদ্ধার করে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাগরকে নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এদের অপর বন্ধু রায়হানের অবস্থায় আশংকা জনক। তার অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেলোয়ারের মৃতদেহ তার স্বজনদের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবেল বলেন, গুরুত্বর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।

রায়হানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত