শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর দিদার মার্কেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তানজিমকে গ্রেপ্তার করে। তানজিম আব্দুল্লাহ (২০) কুমিল্লার অশোকতলা এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
তানজিম ছয়টি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত, যার মধ্যে সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশাল অন্যতম। এই গ্যাংগুলোতে প্রায় সাড়ে ৭০০ সদস্য রয়েছে। তারা নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া, তাদের অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করারও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, দিদার মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তানজিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম জানান, তানজিম আব্দুল্লাহ একজন ভয়ংকর গ্যাং লিডার, যার নেতৃত্বে প্রায় সাড়ে ৭০০ সদস্যের ছয়টি গ্যাং গ্রুপ রয়েছে। এসব গ্রুপ নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে।
ওসি মহিনুল ইসলাম আরও জানান, তানজিম নগরীর অন্যতম শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের পর তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।