শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিশেষ টহলদল কর্তৃক চোরাচালান বিরোধী এক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১ জন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলাধীন শাহাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবির বিশেষ টহলদল স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করতে অভিযান চালায়।
আটককৃত মাদক চোরাকারবারীর নাম মনির হোসেন (৫০)। স্থানীয়দের কাছে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলেন। আটককৃত মনির হোসেনকে শাহাপুর পোষ্ট কর্তৃক কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি’র এই অভিযানে এলাকার জনগণের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা মাদক পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন।