বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতি নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে দেশ-বিদেশের বিভিন্ন এলাকার মানুষ বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে।
এমনই এক মানবিক উদ্যোগ নিয়েছে আত্মমানবতার সেবায় কাজ করা সংগঠন ‘বিবেক’।
বুধবার (১১ সেপ্টেম্বর) ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা জনাব ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নমষোদ পাড়া ও ইন্দ্রবতি গ্রাম এবং আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বালেশ্বর গ্রামে বন্যার্তদের সহায়তায় গৃহ পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
এই মহতী উদ্যোগের সময় উপস্থিত ছিলেন জনাব রোমান হাসান, সদস্য সচিব, কুমিল্লা মহানগর যুবদল, এবং সৈয়দ মেরাজ, সহ-সভাপতি, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দল।
‘বিবেক’ এর এই উদ্যোগ কুমিল্লার বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে একটি উদাহরণ হয়ে থাকবে।